News71.com
 Bangladesh
 19 Jun 22, 05:58 PM
 1376           
 0
 19 Jun 22, 05:58 PM

পাহাড়ের ১৪৫টি স্থাপনা উচ্ছেদ করলো জেলা প্রশাসন।।

পাহাড়ের ১৪৫টি স্থাপনা উচ্ছেদ করলো জেলা প্রশাসন।।

নিউজ ডেস্কঃ পাহাড়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। পাহাড়ের পাদদেশে গড়ে তোলা এ পর্যন্ত ১৪৫টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

রোববার (১৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত পূর্ব ফিরোজশাহের ১ নম্বর ঝিল এলাকায় ঝুঁকিপূর্ণ এসব অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং সেচ্ছাসেবকদের সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের সমন্বয়ে আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন সরকার, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. উমর ফারুকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন