News71.com
 Bangladesh
 19 Jun 22, 09:26 PM
 953           
 0
 19 Jun 22, 09:26 PM

আখাউড়ায় নামতে শুরু করেছে বন্যার পানি।। ক্ষতিগ্রস্তদের সহায়তা

আখাউড়ায় নামতে শুরু করেছে বন্যার পানি।। ক্ষতিগ্রস্তদের সহায়তা

নিউজ ডেস্কঃ পানি নামতে শুরু করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। রোববার (১৯ জুন) পানি কমতে শুরু করেছে। তবে কয়েকটি গ্রামে অনেক পরিবার এখনো পানিবন্দী রয়েছে। 

এদিকে  জেলা  প্রশাসক মো. শাহগীর আলম জানান, ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি ১৫২টি পরিবারকে ২০ কেজি করে চাল ও ত্রাণের বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হাওড়া নদী রক্ষাবাঁধ সংস্কারের কাজ শুরু হবে। শুক্রবার দুপুর থেকে শনিবার পর্যন্ত ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওড়া বাঁধ ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী ১৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে পানিবন্দী কয়েকটি পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়া আখাউড়া স্থলবন্দর সড়কের পাশের দোকান ঘরগুলোও পানিতে ডুবে আছে। এতে ১৮২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন