News71.com
 Bangladesh
 20 Jun 22, 11:11 AM
 1300           
 0
 20 Jun 22, 11:11 AM

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪টি ঘর।।

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪টি ঘর।।

নিউজ ডেস্কঃ প্রবল বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ধসে পড়ে চারটি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।রোববার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকার কেপিএম টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত কয়েকদিন ধরে রাঙামাটিতে প্রবল বর্ষণ হচ্ছে। প্রবল বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় রোববার সন্ধ্যার দিকে হঠাৎ করে কাপ্তাই ইউনিয়নের নতুন বাজারের কেপিএম টিলা এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসরত তনু দাশের কাঁচা ঘরটি ধসে পড়লে পার্শ্ববর্তী থাকা আরও তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বাড়িতে কেউ না থাকায় কেউ হতাহত হয়নি। তবে আনুমানিক কয়েক লাখ টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের আশ্রয় কেন্দ্রে চলে যেতে অনুরোধ করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন