News71.com
 Health
 01 Jul 22, 12:12 PM
 869           
 0
 01 Jul 22, 12:12 PM

চট্টগ্রামে করোনা আক্রান্ত একজনের মৃত্যু।।

চট্টগ্রামে করোনা আক্রান্ত একজনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ  করোনাভাইরাস আক্রান্ত হয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫২ জন। শনাক্তের হার ১১.৬৮ শতাংশ। চলতি মাসের প্রথম থেকেই বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই বাড়ছে এই হার। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৩ জনের। এর মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৯ জন।

শুক্রবার (০১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৪৫টি নমুনা পরীক্ষা করে নগরে ৪৪ জন এবং উপজেলায় ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২৫৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৬৫০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬০৮ জন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন