News71.com
 Bangladesh
 02 Jul 22, 01:11 PM
 1463           
 0
 02 Jul 22, 01:11 PM

ফেনীতে বিএনপির অফিসে হামলা।। ফখরুলের নিন্দা

ফেনীতে বিএনপির অফিসে হামলা।। ফখরুলের নিন্দা

নিউজ ডেস্কঃ ফেনীর ফুলগাজীতে শনিবার (২ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচিকে সফল করতে শুক্রবার (১ জুলাই) প্রস্তুতি সভায় আওয়ামী লীগ ন্যাক্কারজনকভাবে হামলা করেছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

শুক্রবার (১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, শনিবার ফেনীর ফুলগাজী উপজেলার দৌলতপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচি সফল করতে শান্তিপূর্ণ প্রস্তুতি সভা চলাকালে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতভাবে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, যুবদল নেতা দিদার এবং মোতালেবসহ ১৫ জনের অধিক নেতাকর্মী গুরুতর আহত হন। শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পুনরায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন