নিউজ ডেস্কঃ নগরের জিইসি মোড় এলাকার হোটেল দ্য পেনিনসুলার পেছনের ম্যানোলার পাহাড় কাটার সময় হাতেনাতে ১০ শ্রমিককে আটক করেছে পরিবেশ অধিদফতর। পরে তাদের চকবাজার থানায় সোপর্দ করা হয়। সোমবার (০৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ব্যক্তিমালিকানাধীন এই পাহাড়টি কেটে বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে দীর্ঘদিন ধরে।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন বলেন, এখানে পাহাড় কাটা হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ। আমরা অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় হাতেনাতে ১০ শ্রমিককে আটক করেছি। তারা পাহাড় কাটার কাজে নিয়োজিত ছিল। তাদের চকবাজার থানায় সোপর্দ করা হয়েছে। এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, পরিবেশ অধিদফতর অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় ১০ শ্রমিককে আটক করে। তারা আমাদের হেফাজতে নিতে বলেছেন আটককৃতদের। আমরা থানার হাজতে রেখেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। মামলা হলে গ্রেফতার দেখানো হবে।