News71.com
 Bangladesh
 14 Jul 22, 10:42 AM
 884           
 0
 14 Jul 22, 10:42 AM

চাঁদপুরে “আল্লাহর ৯৯ নাম লেখা স্তম্ভ” উদ্বোধন।।

চাঁদপুরে “আল্লাহর ৯৯ নাম লেখা স্তম্ভ” উদ্বোধন।।

নিউজ ডেস্কঃ চাঁদপুরের কচুয়া উপজেলায় দক্ষিণ-পশ্চিম ডুমুরিয়া গ্রামে “আল্লাহর ৯৯ নাম লেখা স্তম্ভ” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজ শেষে বুধবার (১৩ জুলাই) বিকেলে স্তম্ভ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির ও কচুয়া পৌরসভার মেয়র মো. নাজমুল আলম স্বপন।

ওই গ্রামের বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল মিয়াজী “আল্লাহর ৯
৯ নামের স্তম্ভ” নির্মাণের জন্য প্রথমে উদ্যোগ নেন। এরপর তার বড় ছেলে আব্দুল হান্নান মিয়াজী ও স্থানীয়দের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে স্তম্ভটি নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন মিয়াজী, মো. আমান উল্যাহ, আবু বকর মজুমদার, মো. সুমন, মো. ওয়াদুদ মজুমদার, অ্যাডভোকেট আইয়ুব আলী, মো. আবদুল হান্নান মিয়াজী, মোস্তফা ফখরুদ্দীন আহমেদ ও মো. বোরহান উদ্দিন মজুমদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন