News71.com
 Bangladesh
 21 Jul 22, 10:30 AM
 812           
 0
 21 Jul 22, 10:30 AM

লক্ষ্মীপুরের দুই উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা আজ।।

লক্ষ্মীপুরের দুই উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা আজ।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর এবং রামগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২১ জুলাই)  সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুই উপজেলাকে শতভাগ ভূমি ও গৃহহীন হিসেবে ঘোষণা করবেন।  জেলার মোট ৪৩৬টি গৃহহীন পরিবারের মধ্যে আজ জমিসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘরে হস্তান্তর করা হবে।  এছাড়া আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ৩য় পর্যায়ের (২য় ধাপ) ১৪ টি গৃহ গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হবে। 

লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় রামগতির চর কলাকোপা আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো উপকারভোগীদের কাছে হস্তান্তর কার্যক্রমে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন করবেন। এসময় প্রধানমন্ত্রী জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। রায়পুর উপজেলার ৪১৫টি এবং রামগঞ্জ উপজেলার ৩৯২টি গৃহহীন পরিবারকে পুনর্বসান করা হয়েছে। এ দুই উপজেলারতে আর কোনো গৃহহীন পরিবার নেই বলে জানান জেলা প্রশাসক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন