News71.com
 Bangladesh
 21 Jul 22, 11:46 AM
 572           
 0
 21 Jul 22, 11:46 AM

কোম্পানীগঞ্জে নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক।।

কোম্পানীগঞ্জে নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালানোর সময় কোম্পানীগঞ্জ উপজেলা থেকে নারী ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন স্থানীয়রা। এর আগে, রাত ৮টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খালপাড় থেকে তাদের আটক করেন এলাকাবাসী।  

আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৭নং ক্লাস্টারের মো. ইসহাক (৮০), ছকিনা খাতুন (৬৫), ৮নং ক্লাস্টারের আইয়ুব হাসেম (৩২), ৭৪নং ক্লাস্টারের ফয়েজ উল্লাহ (২২), রহিমা খাতুন (২২), নুর কলিম (৩), নূর কায়দা (১), ৫৯নং ক্লাস্টারের জুবায়ের (১৭), শামসু আলম (৩১), খালেদা বেগম (২৮), মো. জানায়েত (৮), আমেনা বেগম (৬), খালিমা সাহরি (২), ৫৮নং ক্লাস্টারের আব্দুল্লাহ মাহমুদ (১৪), মো. আমিন (২২), ৬৯নং ক্লাস্টারের কালিম (২০), রিফা মনি (৪ মাস), ৭৩নং ক্লাস্টারের আরফা বেগম (২১) ও আনা (২)। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার দিকে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুল মিয়া চেয়ারম্যান বাজার সংলগ্ন খালপাড় এলাকায় নারী-শিশুসহ কয়েকজন ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের চর বালুয়া পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন