News71.com
 Bangladesh
 28 Jul 22, 01:11 PM
 911           
 0
 28 Jul 22, 01:11 PM

লরি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কি.মি. যানজট।।

লরি উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কি.মি. যানজট।।

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে দাউদকান্দির গৌরিপুর পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন জ্যামে আটকে থাকা বাস, অ্যাম্বুলেন্স ও প্রাইভেটকারের যাত্রীরা। লরি দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোরের দিকে দাউদকান্দির মাধাইয়া এলাকার নুড়িতলা এলাকায় একটি লরি রাস্তায় পড়ে যায়। এতে দুই লেনের গাড়ি এক লেনে চলা শুরু করে। যার কারণে সড়কে যানজট লেগে যায়।

চান্দিনার মাধাইয়া এলাকা থেকে রিকশায় করে গৌরিপুরে এসেছেন কাউছার আহমেদ নামে একজন স্থানীয় বাসিন্দা। তিনি জানান, মাধাইয়ার আগে চান্দিনা নুড়িতলা এলাকায় একটা লরি রাস্তার মাঝ বরাবর পড়ে ছিল। এ কারণে এত লম্বা যানজট লেগেছে। ওমর ফারুক নামে ফেনীর এক স্কুল শিক্ষক বলেন, ভোর ৫টায় ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করি। কিন্তু ক্যান্টনমেন্ট আসার পর বাস আর চলে না। কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছেন সবুজ ছোটন নামের একজন শিক্ষার্থী। তিনি জানান, কুমিল্লা থেকে সকাল ৯টায় রওয়ানা হয়েছেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে এসে গাড়ি থেমে যায়। এখন তিনি সেখানেই আটকে আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন