News71.com
 Bangladesh
 30 Jul 22, 10:00 PM
 1049           
 0
 30 Jul 22, 10:00 PM

ইয়াবা বিক্রির টাকায় রোহিঙ্গা যুবকের অবৈধ স্বর্ণের ব্যবসা।।

ইয়াবা বিক্রির টাকায় রোহিঙ্গা যুবকের অবৈধ স্বর্ণের ব্যবসা।।

নিউজ ডেস্কঃ ইয়াবার বিক্রির লভ্যাংশ দিয়ে রোহিঙ্গারা করছেন অবৈধ স্বর্ণের ব্যবসা। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে এসব স্বর্ণ পাচার করা হচ্ছে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। শনিবার (৩০ জুলাই) সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকা থেকে স্বর্ণের বারসহ রোহিঙ্গা মা-ছেলেকে আটকের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এম এ ইউসুফ।  আটককৃতরা হলেন, আসমত উল্লাহ (২৪) ও ছহুরা খাতুন (৬৮)। তারা দুই জনই রোহিঙ্গা নাগরিক এবং সম্পর্কে মা-ছেলে। 

নগরের চান্দগাঁও সিপিসি-৩ ক্যাম্পে ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্ণেল এম এ ইউসুফ বলেন, ইয়াবার বিক্রির টাকায় রোহিঙ্গারা অবৈধ পথে নিয়ে আসছেন স্বর্ণের বার। আর তা বিভিন্ন ভাবে পাচার করেছেন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। কক্সবাজার-মিয়ানমার সীমান্ত এলাকায় র‌্যাব-৭ মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ তথ্য পান। তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিউনের জঙ্গল ছলিমপুরে একটি ভাড়া বাসা থেকে মা-ছেলে দুইজন রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় একটি কক্ষে প্লাষ্টিকের বাটির ভেতর লাল রঙের শপিং ব্যাগ থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৮টি স্বর্ণের  বার, ৫টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের বালা, ৩ জোড়া স্বর্ণের কানের দুল, ৩ টি স্বর্ণের আংটি, ৪টি স্বর্ণের লকেট উদ্ধার করা হয়। আটককৃত ৮টি গোল্ড বারের আনুমানিক মূল্য ১ কোটি টাকা এবং বাকী উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক প্রায় মূল্য ৫০ লক্ষ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন