নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরের কলাতলীর হোটেল ওয়ার্ল্ড বিচের একটি কক্ষ থেকে সৌরভ সিকদার (৩২) নামের এক পর্যটকের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। সোমবার ( ১ আগস্ট) রাত ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় । নিহত সৌরভ ঢাকার পান্থপথ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস। হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলে অবস্থান করছেন। তবে তারা কি উদ্দেশে এতদিন হোটেলে অবস্থান করছেন, এ বিষয়ে জানা যায়নি।