News71.com
 Bangladesh
 02 Aug 22, 12:11 PM
 929           
 0
 02 Aug 22, 12:11 PM

কক্সবাজারে হোটেল কক্ষে পর্যটকের মরদেহ।।

কক্সবাজারে হোটেল কক্ষে পর্যটকের মরদেহ।।

নিউজ ডেস্কঃ  কক্সবাজার শহরের কলাতলীর হোটেল ওয়ার্ল্ড বিচের একটি কক্ষ থেকে সৌরভ সিকদার (৩২) নামের  এক পর্যটকের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।   সোমবার ( ১ আগস্ট) রাত ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় । নিহত সৌরভ ঢাকার পান্থপথ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস। হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম গত ১৬ জুলাই থেকে এই হোটেলে অবস্থান করছেন। তবে তারা কি উদ্দেশে এতদিন হোটেলে অবস্থান করছেন, এ বিষয়ে জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন