News71.com
 Bangladesh
 03 Aug 22, 10:02 AM
 784           
 0
 03 Aug 22, 10:02 AM

কক্সবাজারে হোটেল কক্ষে মিলল আরও এক পর্যটকের মরদেহ।।

কক্সবাজারে হোটেল কক্ষে মিলল আরও এক পর্যটকের মরদেহ।।

নিউজ ডেস্কঃ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে কক্সবাজার শহরের কলাতলীর হোটেল দ্য আলম থেকে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই পর্যটকের নাম কাউসার (২৬)। তবে তিনি মৃত্যুর আগে ‘আমার মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়' এমন চিরকুট লিখে গেছেন। মঙ্গলবার (২ আগস্ট) রাত ১০টার দিকে কক্সবাজার পৌরসভার কলাতলীর পর্যটন জোনের সৈকত পাড়ার 'হোটেল দি আলম' এর ৪০৬ নম্বর কক্ষে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।  হোটেল রেজিস্টার মতে কাউসার জয়পুরহাট সদরের সানাউল মাদরাসা এলাকার দিঘীপাড়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, কাউসার বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা না গেলেও তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট পাওয়া গেছে। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি এবং ওই চিরকুটে হোটেল কর্তৃপক্ষকে হয়রানি না করার কথাও লেখা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন