নিউজ ডেস্কঃ জঙ্গল সলিমপুরে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এসময় আলী নগরের ১৭৫ টি স্থাপনা উচ্ছেদ করে ৭০০ একর পাহাড়ি জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জঙ্গল সলিমপুরের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে আলী নগরে ১৭৫ টি স্থাপনা উচ্ছেদ করে ৭০০ একর পাহাড়ি জমি উদ্ধার করা হয়েছে। এসময় আলীনগরে সরকারি জমিতে ইয়াসিনের নির্মিত অফিস, ঘর এবং তার বিশেষ টর্চার সেল গুড়িয়ে দেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে প্রস্তাবিত বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা অফিস; চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ,সাফারি ও ইকোপার্ক র্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্পের জন্য স্থান নির্ধারণ করে সেখানে সাইনবোর্ড দেওয়া হয়েছে।