News71.com
 Bangladesh
 03 Aug 22, 01:36 PM
 1011           
 0
 03 Aug 22, 01:36 PM

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনার তদন্তের মেয়াদ বাড়ল।।

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনার তদন্তের মেয়াদ বাড়ল।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাই রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জনের প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছিল। দুই কমিটিকে তদন্তের জন্য আরও সময় দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। তদন্তের মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুর্ঘটনার পরই পৃথক দু’টি তদন্ত কমিটি করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন। পূর্ব রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরমান হোসেনকে প্রধান করে একটি এবং বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনসার আলীকে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়।

 উভয় কমিটিতে চারজন করে সদস্য রাখা হয়।রোববার থেকে কার্যক্রম শুরুর পর নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার (২ আগস্ট) তদন্ত শেষ হওয়ার কথা। তবে উভয় কমিটির আবেদনের প্রেক্ষিতে তদন্তের সময়সীমা আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন।জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কমিটিগুলো কাজ করছে। প্রত্যক্ষদর্শী, যাত্রী, স্থানীয় বাসিন্দা, আহত হয়ে যারা চিকিৎসাধীন আছে তাদের এবং রেলসংশ্লিষ্ট লোকজনের বক্তব্য নেবে। টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখবে। এরপর প্রতিবেদন দেবে। তাড়াহুড়ো না করে সময় নিয়ে তদন্তের কথা বলা হয়েছে। সেজন্য তিন কার্যদিবস আরও সময় দিয়েছি। তদন্ত শেষ হলে আগামী সপ্তাহ নাগাদ প্রতিবেদন দিতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন