নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে কোরবান আলী নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ যাত্রী।
বুধবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরবান আলী সীতাকুণ্ড পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইয়াকুবনগর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড থেকে ঢাকামুখী মহাসড়কে একটি সিএনজি অটোরিকশা নুনাছড়া এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশের একটি দল গাড়িটি থামার জন্য সংকেত দেয়। সিএনজিচালক ভয়ে তাৎক্ষণিক তার গাড়িটি ঘুরিয়ে সীতাকুণ্ড অভিমুখে যাওয়ার চেষ্টা করলে ঢাকামুখী একটি দ্রুতগামী বাস গাড়িটি চাপা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক মো. কোরবান আলী (৪০) নিহত হন। ৫ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।