News71.com
 Bangladesh
 03 Aug 22, 09:44 PM
 947           
 0
 03 Aug 22, 09:44 PM

কুমিল্লায় মাছের ঘেরে মিললো দুই শিশুর মরদেহ॥  

কুমিল্লায় মাছের ঘেরে মিললো দুই শিশুর মরদেহ॥   

নিউজ ডেস্কঃ কুমিল্লায় একটি মাছের ঘেরে গভীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো- আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) ও বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।স্থানীয়রা জানান, বিকেলে খেলাধুলা শেষে সন্ধ্যায় ইসমাইল ও রোজা বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে স্বজনরা তাদের না দেখে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে রাত ৮টার দিকে মাছের ঘেরের পাশে তাদের জামা-কাপড় দেখতে পান পরিবারের স্বজনরা। এর কিছুক্ষণ পর ইসমাইলের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা মাছের ঘেরে দফায় দফায় জাল দিয়ে রোজার মরদেহ উদ্ধার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন