নিউজ ডেস্কঃ কুমিল্লায় একটি মাছের ঘেরে গভীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো- আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ইসমাইল (৪) ও বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।স্থানীয়রা জানান, বিকেলে খেলাধুলা শেষে সন্ধ্যায় ইসমাইল ও রোজা বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে যায়। দীর্ঘ সময় ধরে স্বজনরা তাদের না দেখে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে রাত ৮টার দিকে মাছের ঘেরের পাশে তাদের জামা-কাপড় দেখতে পান পরিবারের স্বজনরা। এর কিছুক্ষণ পর ইসমাইলের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা মাছের ঘেরে দফায় দফায় জাল দিয়ে রোজার মরদেহ উদ্ধার করেন।