নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে চট্টগ্রামে রাস্তায় নামছে না গণপরিবহন। আজ শনিবার সকাল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন সংবাদ মাধ্যমকে জানান, জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু ভাড়া তো বাড়েনি। এই অবস্থায় ভাড়া না বাড়ালে গাড়ির খরচ-বেতন চালানো সম্ভব হবে না। তাই ভাড়া পুনঃনির্ধারণ করতে হবে। নগরের বিভিন্ন রুটে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের আওতায় প্রায় ৬০০
গণপরিবহন চলাচল করে।
এদিকে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও অন্যান্য গণপরিবহন চলাচল করছে। তবে গাড়ি চালাতে গিয়ে বিভিন্ন স্থানে বাধা পাচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। সকাল থেকে অফিসগামী ও কর্মজীবীরা গণপরিবহন না পেয়ে দুর্ভোগে পড়েছেন। রিকশা, টেম্পো ও মোটরসাইকেল ভাড়া নিয়ে যেতে হচ্ছে গন্তব্যে।