News71.com
 Bangladesh
 28 Aug 22, 10:19 PM
 465           
 0
 28 Aug 22, 10:19 PM

কোম্পানীগঞ্জে ১৮ রোহিঙ্গা আটক।।

কোম্পানীগঞ্জে ১৮ রোহিঙ্গা আটক।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা নাগরিককে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন থেকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শনিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।এর আগে, রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেড়ি বাঁধ সংলগ্ন আলমগীরের দোকান এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা।  

আটক রোহিঙ্গা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫ নম্বর ক্লাস্টারের মো. তৈয়ব (৩৮), সামসিদা বেগম (৩২), মো. রেন ওয়ান (১৪), তাসমিন আরা (১২), ইয়াসমনি আরা (১০), মো. আনাস (৮), জেসমিন আরা (৬) মো. ইয়াছের (৪) মো. কাওছার (২), শাহারা বেগম (২৭), সুফিয়া (১২), সুমাইয়া (১০), শাবনুর (৬), ৮৬ নম্বর ক্লাস্টারের ইয়াসমিন (৫), আজিজা (১৮), আজিজ খান (১), জাহিদ হোসেন (২২), ৭১ নম্বর ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।  স্থানীয়রা জানান, গতকাল শনিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমগীরের দোকান এলাকায় কয়েকজন তরুণী কয়েকজন শিশুসহ ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নিয়ে রাখা হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন