নিউজ ডেস্কঃ টানা চার দিনের ভারী বৃষ্টিতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কসহ জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে কলাবাগান এলাকায় পাহাড় ধসে পড়ে। তবে সড়ক ও জনপথ বিভাগ মাটি অপসারণ করায় যানবাহন চলাচল সচল রয়েছে। এদিকে, জেলা প্রশাসন রাঙামাটি শহরের ২৯টি এলাকা অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। একই সঙ্গে ২৩টি আশ্রয় কেন্দ্র খুলেছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা বিএম ইনস্টিটিউট, রাঙামাটি বেতার কেন্দ্র, লোকনাথ মন্দির ভবনসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছেন। এসব কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ১৪৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অধিদপ্তর। শনিবার ৭৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।জেলা আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন রশিদ জানান, গত চার দিন ধরে রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আরও কয়েক দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী দীপন চাকমা জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে কলাবাগান এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটছে। তবে সেগুলো ছোট ছোট ঘটনা।