নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ভয়াবহ ঘটনা ঘটছে। রোববার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের সাব ব্লক এ/৮ এ ঘটনা ঘটে। রাত ২টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারা। এসময় অন্তত ৪০-৫০টি রোহিঙ্গা বসতি পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় রোহিঙ্গারা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার বিষয়ে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, আগুনে এ পর্যন্ত (রাত ২টা পর্যন্ত) আনুমানিক ৪০-৫০টি ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন লাগার উৎস খোঁজ নিচ্ছি আমরা। এ অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাকি দুর্ঘটনা সেই রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।