News71.com
 Bangladesh
 13 Jan 24, 07:49 PM
 205           
 0
 13 Jan 24, 07:49 PM

ভিসির পদত্যাগ দাবিতে আবারও আন্দোলনে যাচ্ছেন চবি শিক্ষকেরা॥

ভিসির পদত্যাগ দাবিতে আবারও আন্দোলনে যাচ্ছেন চবি শিক্ষকেরা॥

নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে আবারও লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।  আজ শনিবার বিকেলে শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্দোলনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি (রোববার-মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষক সমিতির সদস্যরা। এর আগে আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষককে সঙ্গে নিয়ে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতারা। এ সময় উপাচার্য সমিতির নেতাদেরকে চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। পরে উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় বেলা ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন