নিউজ ডেস্ক: চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে গত ৩০ মাসে মামলা হয় ৭৯ হাজার ৩৪৩টি। তবে একই সময়ে আগের মামলাসহ রেকর্ড ৯০ হাজার ৬৬০টি মামলার নিষ্পত্তি হয়েছে। সে হিসাবে মামলা করার তুলনায় নিষ্পত্তির হার ১১৫ শতাংশ। চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে এসব তথ্য পাওয়া গেছে।চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবুল কালাম আজাদ জানান, ২০২১ সালের জুলাই মাসে ৮টি ম্যাজিস্ট্রেট আদালতে মোট মামলা ছিল ৪৬ হাজার ৭০৬টি। গত ৩০ মাসে মামলা হয় ৭৯ হাজার ৩৪৩টি। তার সঙ্গে আরও যুক্ত হয় বিভিন্ন আদালতে চলমান মাদকসহ আরও কয়েকটি আইনের ১৯ হাজার ২৩৫টি মামলা। এসব মামলায় একতরফা ৩৭ হাজার ৬৭১টি এবং দুতরফা ২৫ হাজার ৪৪৬টি সাক্ষ্য গ্রহণ করা হয়। করোনা মহামারির প্রকোপ কাটিয়ে বিচারকশূন্যতার মধ্যেও এই সময়ে মোট ৯০ হাজার ৬৬০টি মামলা নিষ্পত্তি করা হয়। বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ৫৪ হাজার ৬২৪টি। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ১৬টি থানার বিপরীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আছে ৮টি। এর মধ্যে একটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, একটি অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ছয়টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদালত-স্বল্পতার মধ্যেও গত ৩০ মাসে (২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত) ৯০ হাজার ৬৬০টি মামলা নিষ্পত্তি করেছেন এসব আদালতের বিচারকেরা।