নিউজ ডেস্কঃ চট্টগ্রামে দক্ষিণ বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৩০ জলদস্যুকে আটক করেছে র্যাব। এ সময় ডাকাতির চেষ্টায় ব্যবহৃত তাঁদের কাছ থেকে দুটি ট্রলার জব্দ করা হয়। গতকাল রোববার দিবাগত রাত ১১টার পর বঙ্গোপসাগরের পতেঙ্গা চ্যানেলের শেষ মাথা থেকে তাঁদের আটক করা হয়। আজ সোমবার দুপুরে র্যাবের পক্ষ থেকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে জলদস্যু কর্তৃক ডাকাতির ঘটনায় অনেক জেলে হত্যার শিকার হন। সে সময় আমাদের অভিযানের মুখে অনেক জলদস্যু গ্রেপ্তার হয়েছিল। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে যাতে পরবর্তীতে সংঘটিত না হয়, সে জন্য আমরা নজরদারি অব্যাহত রেখেছিলাম।