News71.com
 Bangladesh
 26 Oct 24, 09:50 AM
 32           
 0
 26 Oct 24, 09:50 AM

গ্রেপ্তারের পর জা‌মিন পে‌লেন সা‌বেক এম‌পির পিএস॥

গ্রেপ্তারের পর জা‌মিন পে‌লেন সা‌বেক এম‌পির পিএস॥

 


নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ৫ আগ‌স্টে বিজয় মি‌ছি‌লে হামলা মামলার প্রধান আসামি স‌া‌বেক সংসদ সদ‌স্যের পিএস শান্ত ইসলাম‌ গ্রেপ্তারের দিনই জা‌মিন পেয়েছেন। এছাড়াও শান্তর বিরু‌দ্ধে আগে থানায় বি‌ভিন্ন অভিযোগে একা‌ধিক মামলা র‌য়ে‌ছে। পু‌লিশ কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, পু‌লিশ আসামিকে আটকের পর নি‌র্দিষ্ট মামলার বিবরণ উল্লেখ ক‌রে আদাল‌তে পাঠিয়েছিল। জা‌মিন হওয়ার বিষয়‌টি সম্পুর্ণ আদাল‌তের বিষয়। শুক্রবার (২৫ অ‌ক্টোবর) সকা‌লে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে কা‌লিহাতী পৌরসভার সি‌লিমপুর মধ‌্যপাড়া এলাকার শ্বশুরবা‌ড়ি থে‌কে আওয়াম‌ী লী‌গের সা‌বেক সংসদ সদস‌্য হাছান ইমাম খান ওর‌ফে সো‌হেল হাজারীর পিএস শান্ত ইসলাম‌কে গ্রেপ্তার ক‌রে থানা পু‌লিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন