News71.com
 Bangladesh
 30 Jan 25, 12:46 PM
 456           
 0
 30 Jan 25, 12:46 PM

জাল দলিল সৃষ্টির অভিযোগে সাবেক সেনাকর্মকর্তা আনিসুর রহমান শ্রীঘরে।।

জাল দলিল সৃষ্টির অভিযোগে সাবেক সেনাকর্মকর্তা আনিসুর রহমান শ্রীঘরে।।

নিউজ ডেস্কঃ জালিয়াতি ও প্রতারণার মামলায় জেলে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল মোঃ আনিসুর রহমানকে। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম-৩ এর আদালত তাকে জেলে প্রেরণের নির্দেশ দেন। আদালত সুত্রে জানা গেছে ঢাকা মেট্রোপলিটন ম‍্যাজিষ্ট্রেট আদালতে তুরাগ থানা এলাকায় সংগঠিত একটি চুক্তি ভঙ্গের ঘটনায় বাংলাদেশ পেনাল কোডের ৪২০/৪০৬/১০৯ ধারায় ৭৩/২০২৪ নং মামলা দায়ের হয়। আদালত মামলাটি আমলে নিয়ে মোঃ আনিসুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।গ্রেফতারি পরোয়ানা জারি হলে আনিসুর রহমান আদালতে উপস্থিত হয়ে একটি জাল দলিল দাখিল করে জামিন গ্রহন করেন।

আদালতে উপস্থিত বাদীপক্ষ আসামির দাখিলকৃত দলিলটিকে জাল দাবি করে যাচাইয়ের জন্য আদালতের শ্মরনাপন্ন হন। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত দলিলটি যাচাইয়ের জন্য বিশেষ পুলিশ সুপার সিআইডি- ঢাকা, জেলা প্রশাসক ঢাকা ও সহকারি নিয়ন্ত্রক ষ্ট‍্যাম্পসকে যাচাই বাছাই করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। এবং সকল তদন্তেই দলিলটি জাল জালিয়াতির মাধ্যমে সৃজিত হয়েছে বলে তদন্ত রিপোর্ট জমা পড়ে। আদালতে এই রিপোর্ট জমা পড়ায় গতকাল মামলাটি চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হয়। এসময় বাদী পক্ষে শুনানীতে অংশগ্রহণ করেন আইনজীবী মোসলেউদ্দিন জসিম, আইনজীবী মোঃ আবুল কালাম, আইনজীবী মোঃ শহীদুল্লাহ। দীর্ঘ শুনানী শেষে আদালত সরকারী নন জুডিশিয়াল স্ট্যাম্প ব‍্যবহার করে জাল দলিল সৃষ্টি এবং বিজ্ঞ আদালতে জাল দলিল দাখিল করে জামিন লাভের মত গুরুতর অপরাধে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন