নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গী মিল গেট এলাকায় কাঁচা বাজার ও ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মিল গেইট সুন্দর আলী রোড এলাকায় কাঁচা বাজার ও ঝুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে, স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। জানা যায়, পানির সংকটের কারনে আগুন ছড়িয়ে পড়লে রাজধানীর উত্তরার তিনটি ও টঙ্গীর চারটি ইউনিট মোট ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়রা জানায়, ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা দেড়ি করায় ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম যুগান্তরকে বলেন, শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে টঙ্গীর মিল গেট এলাকায় আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের পরিমাণ বাড়তে থাকায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সবশেষ ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় সকাল ৭টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ১৪টি দোকান পুড়ে যায়। এরমধ্যে কিছু ঝুট গুদাম, কাঁচামাল ও মুদির মালসহ বিভিন্ন ধরনের দোকান ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে তিনি জানান।