নিউজ ডেস্কঃ কুমিল্লার হোমনায় মজিবুর রহমান(৪৮) নামের এক ব্যক্তি আনতা (চাঁই) পাততে গিয়ে বিদ্যুতের খুঁটিতে লেগে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন তার স্ত্রী রাজিয়া বেগমও (৩৮)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে উপজেলার জয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শান্তি পাড়ায়। তিনি মৃত চাঁন মিয়ার ছেলে। গ্রামবাসীর সহায়তায় লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই পরিবারের ৩ বছরের একটি ছেলে ও ৭ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়,মো. মজিবুর রহমান একজন দরিদ্র কৃষক। মাছ ধরা,পশু পালন এবং অন্যের জমিতে দিনমজুরী করে জীবিকা নির্বাহী করতেন। প্রতিদিনের মতো আজ বুধবার বিকেলেও মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ির কাছে সড়কের ধারে পল্লী বিদ্যুতের একটি সিমেন্টের খুঁটি ঘেঁষে চাঁই-(আনতা) পাততে যান। এদিকে অবুঝ শিশু দুটিকে সান্তনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ছেন পাড়া প্রতিবেশীরা। কুমিল্লা পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আক্তার হোসেন জানানবিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন। খবর পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে লোকও পাঠানো হয়েছে। সিমেন্টের খুঁটি বিদ্যুতায়িত হওয়ার কথা নয়। তারা মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত বাঁশ দিয়ে বিদ্যুতের তার স্পর্শ করায় এ ঘটনা ঘটেছে কিনা বলা যাচ্ছে না। তবে এ মর্মান্তিক ঘটনায় তারা একটি তদন্ত টিম গঠন করেছে। হোমনা থানার ওসি রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে কারো কোনো অভিযোগ নেই।