News71.com
 Bangladesh
 24 Jul 17, 12:25 PM
 1112           
 0
 24 Jul 17, 12:25 PM

রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে ১৮ দালাল আটক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান।।

রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে ১৮ দালাল আটক বিভিন্ন মেয়াদে সাজা প্রদান।।

নিউজ ডেস্কঃ রাজধানীর শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতাল থেকে রোগীদের প্রতারিত করার অভিযোগে দালাল চক্রের ১৮ সদস্যকে আটক করেছে র্যাগব।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।প্রসঙ্গত, সরকারি হাসপাতালের দালাল চক্র নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ হয়।এরই পরিপ্রেক্ষিতে র্যােব দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চালায়। র্যাব ২ এর কর্মকর্তারা জানান, দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ রোববার দুপুর থেকে বিকেলে পর্যন্ত র্যা।ব-২ এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতাল থেকে দালাল চক্রের ১৮ সদস্যকে আটক করা হয়।এসময় র্যাকবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গাউসুল আজম আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ১৮ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন।

এর মধ্যে গ্রেফতারকৃত হাবিব, নুরুল আমীন, মুজিবুর রহমান, জনি, সোহেল রানা ও সিরাজুল ইসলামকে এক মাসের কারাদণ্ড, শাহানা বেগমকে ২০ দিনের কারাদণ্ড, দুলাল, সানাউল হক ও মানিক মিয়াকে পনের দিনের কারাদণ্ড, সজল মীরকে দশ দিনের কারাদণ্ড, আহসান উল্লাহ, শাওন মৃধা, হামিদা বেগম, সাবিনা বেগম, হাসনা, সুফিয়া বেগমকে সাতদিনের এবং সাহেরা বেগমকে তিনদিনের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন র্যা ব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার তরিকুর রহমান।র্যা ব কর্মকর্তা জানান, সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে কিছু অসাধু প্রতারক দালাল চক্র রাজধানীর বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের সামনে অবস্থান করে।পরে তারা রোগীদের প্রতারিত করে অন্য ক্লিনিকে কম খরচে চিকিৎসা করে দেবার নাম করে প্রতারক দালাল চক্র তাদের এজেন্টভুক্ত ক্লিনিকে নিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন