নিউজ ডেস্কঃ আট সহযোগীসহ সাভারের শীর্ষ সন্ত্রাসী আল আমিন আটক করেছে র্যা্ব-৪ এর একটি দল। এ সময় দুটি পিস্তল, দুটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, ১৮০০ পিস ইয়াবা ও তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আজ মঙ্গলবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর (সিপিসি-২) নবীনগর ক্যাম্প,মেজর আব্দুল হাকিম।
তিনি বলেন,আরিচা রোডের রেডিও কলোনী এলাকা থেকে আল আমিনের ৮ সহযোগীসহ তাদের আটক করা হয়। এসময় ২ টি পিস্তল, দুইটি ম্যাগজিনসহ ছয় রাউন্ড গুলি, ১৮০০ পিস ইয়াবা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। উল্লেখ, এর আগে জনমনে স্বস্তি আনতে শীর্ষ সন্ত্রাসী আল-আমিনের বাড়িতেই পুলিশ ক্যাম্প বসানো হয়।