নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শামসুউদ্দিন নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত শামসুউদ্দিন এনএসআইয়ের একজন জুনিয়র ফিল্ড অফিসার ছিলেন। গতকাল মঙ্গলবার বিকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন।