নিউজ ডেস্কঃ রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে জেএমবি’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। এ সময় তাদের নিকট থেকে মোবাইল ফোন,বোমা তৈরির কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ,জঙ্গি সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদানে ব্যবহৃত মেসেজিং অ্যাপস এ কথোপথনের স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র সদস্য। তারা সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে শলাপরামর্শ করতে উক্ত স্থানে মিলিত হয়। তারা নব্য জেএমবি’র বর্তমান আমির জৈনিক আইয়ুব বাচ্চু’র নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠকে মিলিত হতো এবং অস্ত্র-বিস্ফোরক আদান-প্রদান করত।