News71.com
 Bangladesh
 03 Aug 17, 06:47 AM
 1183           
 0
 03 Aug 17, 06:47 AM

ফরিদপুর থেকে হাবিবুল ইসলাম নামে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার।।  

ফরিদপুর থেকে হাবিবুল ইসলাম নামে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার।।   

নিউজ ডেস্কঃ ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকার একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে হাবিবুল ইসলাম ওরফে রনি (৩৮) নামে এক ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাাব। পরে তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাপব বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। র্যা ব-৮,ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রউছউদ্দিন জানান,সিলেট থেকে চুয়াডাঙ্গাগামী মামুন এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে একজন সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন।

গোপনসূত্রে এমন খবর পেয়ে আজ দুপুরে ওই বাসটি তল্লাশী চালিয়ে হাবিবুল ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করলে সে নিজেকে খুলনার জাহানাবাদ সেনানিবাসের কর্মরত সেনা সদস্য পরিচয় দেয়। পরে তথ্যানুসন্ধান ও ব্যাপক জিজ্ঞাসাবাদে হাবিবুল ভুয়া সেনা সদস্য বলে স্বীকারে করে। সে নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করত। তার কাছ থেকে চারটি চোরাই মোবাইল ফোন সেট,একটি ট্যাব ও সিলেটের গোলাপগঞ্জের আমকোনা গ্রামের আক্তার হোসেন নাম এক ব্যক্তির পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি জানান,হাবিবুল ইসলামকে পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে র্যা ব বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন