নিউজ ডেস্কঃ অসামাজিক কার্যকলাপের অভিযোগে 'তুরাগ রিক্রেশন ওর্য়াল্ড' নামে সাভারের একটি বিনোদন পার্ক থেকে ১৪ তরুণীসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়ান্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়ান্দা (উত্তর) পুলিশের ওসি এ এফ এম সায়েদ জানান,তুরাগ রিক্রেশন ওর্য়াল্ড বিনোদন পার্কে বিভিন্ন সময় অসামাজিক কার্জকলাপের অভিযোগ ছিলো।
এরই উপর ভিত্তি করে ডিবি (উত্তর) এসআই মনিরের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পার্কটিতে ডিজে পার্টিসহ নানা অনুষ্ঠানের আড়ালে অসামাজিক কার্জকলাপ চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ তরুণী ও পার্কের ব্যবস্থাপকসহ মোট ২৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় সাভারে মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।