News71.com
 Bangladesh
 07 Aug 17, 02:22 AM
 1163           
 0
 07 Aug 17, 02:22 AM

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ১০।।

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ১০।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর-১ নম্বর সংলগ্ন চিড়িয়াখানা রোডের ঈদগাহ এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামা একটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শাহআলী থানার ওসিসহ (অপারেশন) কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। জানা যায়,বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা অবরোধ করে গাড়ি ভাংচুর করলে তাতে বাধা দেয় পুলিশ। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলে মাথা ফেটে যায় শাহআলী থানার ওসি (অপারেশন্স) মেহেদি হাসানের।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী জানান,আজ সোমবার সকাল ১০টার দিকে শাহআলী থানাধীন একটি গার্মেন্টসের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামেন। শ্রমিকরা রাস্তায় যানচলাচলে বিঘ্ন ঘটালে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আহত হয়েছেন ওসি অপারেশন্স মেহেদি হাসান। তিনি আরো বলেন,পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে থেমে থেমে বিক্ষোভ করছেন কয়েক শ’ শ্রমিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন