News71.com
 Bangladesh
 08 Aug 17, 02:01 AM
 1139           
 0
 08 Aug 17, 02:01 AM

রাজধানীর উপকন্ঠ আশুলিয়া থেকে দুই ভুয়া ডিবি পুলিশ আটক।।  

রাজধানীর উপকন্ঠ আশুলিয়া থেকে দুই ভুয়া ডিবি পুলিশ আটক।।   

নিউজ ডেস্কঃ ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করার অভিযোগে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আজ সকালে আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,গতকাল সোমবার রাতে পলাশবাড়ী এলাকায় কোনো এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে পাঁচ হাজার টাকা আদায় করে। এসময় স্থানীয় লোকজনদের কিছুটা সন্দেহ হলে তারা পরিচয়পত্র দেখতে চায়। ওই দুই ব্যক্তি পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়ে দৌড়ে পালাতে যায়। এসময় জনতা তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন