নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী যাত্রী তৌফিকুল ইসলামের কাছ থেকে ৬ লাখ সৌদি রিয়াল জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। গতকাল মঙ্গলবার গভীর রাতে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার ওমর মবিন বিষয়টি নিশ্চিত করে জানান,সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৭ এয়ারলাইন্সটি রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে শাহজালাল ত্যাগ করবে।
কিন্তু কাস্টমসের কাছে গোপন সংবাদ থাকায় বহির্গমনের ৩ নম্বর স্ক্যানিং থেকে যাত্রী তৌফিকুল ইসলামকে সন্দেহজনকভাবে আটক করা হয়। এরপর কাস্টমস হলে এনে তার ব্যাগ থেকে ৬ লাখ সৌদি রিয়াল জব্দ করা হয়। বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার মত। ওমর মবিন আরও জানান,আটক তৌফিকুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল। চলতি বছরে তিনি সিঙ্গাপুরে ৬ বার যাতায়াত করছেন। ধারণা করা হচ্ছে- তিনি মুদ্রা পাচারের সঙ্গে জড়িত। আটক আসামিকে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।