News71.com
 Bangladesh
 09 Aug 17, 04:35 AM
 1026           
 0
 09 Aug 17, 04:35 AM

রাজধানীর পুরাণ ঢাকার বিভিন্ন স্থানে থেকে ৫৮ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার।।  

রাজধানীর পুরাণ ঢাকার বিভিন্ন স্থানে থেকে ৫৮ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার।।   

নিউজ ডেস্কঃ কোস্টগার্ড,জেলা প্রশাসন ঢাকা ও মৎস্য অধিদপ্তরের এক যৌথ অভিযানে প্রায় ৫৮ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ১০ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয় পুরাণ ঢাকার চক মুগলটুলি এলাকার গাউসিয়া মার্কেট এর বিভিন্ন ফ্লোরে। সকাল ০৫ হতে দুপুর ২টা পর্যন্ত এ অভিযানে মোট আটটি দোকান হতে ২৯৭ বস্তায় প্রায় ২ কোটি ৮৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্ট গার্ডের দীর্ঘদিনের নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের পক্ষে অভিযানে ছিলেন লেফট্যানেন্ট সাখাওয়াত কবির ও সাব ল্যাফটেনেন্ট মমতাজুল আসিফ। ঢাকা জেলা প্রশাসনের পক্ষে ভ্রমমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো: আলমগীর ও মৎস্য জরিপ কর্মকর্তা আবুল কাশেম। যৌথ এ অভিযান সামনে আরো জোরদার হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন