নিউজ ডেস্কঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাঁতরে অন্যরা তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ তিনজন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ঈশ্বরকাঁঠি এলাকার পদ্মায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন উপজেলার খালাশী এলাকার ইব্রাহীম খালাশির ছেলে নোমান (১৫), হাওলাদার কান্দি গ্রামের দেলয়ার হাওলাদারের মেয়ে আয়শা (০৩) ও উপজেলার আখনকান্দি গ্রামের জাভেদ আলীর স্ত্রী সিরিয়া বেগম (৬০)। এদের সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ও এলাকাবাসী অভিযানে নেমেছে বলে খবর পাওয়া গেছে।
দুর্ঘটনাকবলিত ট্রলারচালক দেলোয়ার জানান,প্রচণ্ড স্রোতের কারণে ট্রলারটি ঈশ্বরকাঁঠি এলাকায় ডুবে যায়। তিনিসহ কয়েকজন সাঁতরে তীরে উঠেছেন। অন্যদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে তিনজন। এ ব্যাপারে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন জানান,ট্রলারটি ৩০ জন যাত্রী নিয়ে নড়িয়া মূলফৎগঞ্জ থেকে জাজিরা যাচ্ছিল। পথে পদ্মায় প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের কারণে ঈশ্বরকাঁঠি এলাকায় ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ তিনজন। নিখোঁদের উদ্ধারে স্থানীয়রা কাজ করছে।