News71.com
 Bangladesh
 19 Aug 17, 11:51 AM
 1028           
 0
 19 Aug 17, 11:51 AM

কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত, আহত ১

কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত, আহত ১

নিউজ ডেস্কঃ গাজীপুরের কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার বড়সিট গ্রামে ভুঁইয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে আলম (৩৮) ও তার সহযোগী আবুল কালাম (৩৫)। আহত হয়েছেন কেরানীগঞ্জ থানার ইমামবাড়ি এলাকার রজব আলীর ছেলে কাভার্ডভ্যান চালক মোকসেদ (৩৮)। আশঙ্কাজনক অবস্থায় চালক মোকসেদকে (৩৮) গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলা থেকে বিকেলে একটি কাভার্ডভ্যান দ্রুত গতিতে কাপাসিয়ার ভূঁইয়াবাড়ী বড়সিট এলাকা দিয়ে পালাচ্ছিল। আঁকাবাঁকা সড়কে দ্রুতগামী কাভার্ডভ্যানটি একপর্যায়ে ভুঁইয়াবাড়ী সংলগ্ন সড়ক থেকে ধান ক্ষেতে উল্টে পড়ে। পরে এলাকাবাসী ছুটে গিয়ে কাভার্ডভ্যানের ভেতর থেকে গরুগুলো উদ্ধার করে। পরে কাভার্ডভ্যান চালক ও দুই যুবককে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে গণপিটুনি দেয় এলাকাবাসী।

কাপাসিয়াথানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান খান জানান,গণপিটুনিতে আহত তিনজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গরু উদ্ধার করে কাপাসিয়া থানায় রাখা হয়েছে। গরুর মালিকের খোঁজ পাওয়া যায়নি। কাভার্ডভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়নি,তবে চেষ্টা চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান জামিল কল্লোল জানান,দু'জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। অপর আহত ব্যক্তিকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন