নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখনো দূর হয়নি তীব্র যানজট। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী ঘরমুখো যাত্রীরা। মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুলিশ ও মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়,গতকাল বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ যানজট শুরু হয়। আজ বৃহস্পতিবার মহাসড়কের মির্জাপুর বাইপাস, দেওহাটা ও জামুর্কী এলাকায় গিয়ে দেখা যায়,যানজটে স্থবির হয়ে পড়েছে পুরো মহাসড়ক। সূত্র জানায়,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অসংখ্য স্থানে খানাখন্দ ও গর্ত। বর্ষণে উঠে গেছে সড়কের কার্পেট। রাস্তার দুই পাশে মেরামতকাজ চলায় ভোগান্তি থাকবে আরও বেশি। মহাসড়কের কালিয়াকৈর ও চন্দ্রা অংশে চলছে খানাখন্দ মেরামত। এই কাজ শেষ না হলে ঈদ যাত্রায় তীব্র যানজটের সৃষ্টি হবে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। মহাসড়কের গাজীপুর ও কালিয়াকৈর উপজেলার বেশির ভাগ অংশে সড়কের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অবশ্য খানাখন্দ ও গর্তে কখনো ইট,কখনো পিচ ঢালাই করে জোড়াতালি দিয়ে কাজ চালানো হচ্ছে। তবে হালে টানা বর্ষণে কার্পেটিং উঠে গিয়ে সমস্যা আরো প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল বুধবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। ঈদের ছুটি হলে এ যানজট তীব্র আকার ধারণ করবে। চন্দ্রা-ত্রিমোড় হয়ে প্রতিদিন উত্তরবঙ্গের ১১৭টি সড়কের হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু এই মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়েই সবচেয়ে বেহাল অবস্থা। এ ছাড়া কোনাবাড়ী ও কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর বাজার, পল্লীবিদ্যুৎ, জোড়াপাম্প, খাড়াজোড়া, গোয়ালবাথান,সাহেববাজার এলাকায় খানাখন্দ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। মহাসড়কের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় দুটি সেতুও ঝুঁকিপূর্ণ। গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের সেকশন অফিসার বশির আহম্মেদ বলেন,সড়কের যেসব স্থানে পিচ ঢালাই উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে সেখানে মেরামত করা হচ্ছে। তবে প্রচুর বৃষ্টি থাকায় মেরামত করা স্থানে আবার সমস্যা সৃষ্টি হচ্ছে। ঈদের আগে কাজ সুষ্ঠুভাবে করা যাবে। মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।
বঙ্গবন্ধু সেতুর সংযোগ মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তবে ঈদ উপলক্ষে সেই খানাখন্দ মেরামত করা হচ্ছে। এলেঙ্গা থেকে টাঙ্গাইল শহর বাইপাসের এলেঙ্গা বাসস্ট্যান্ড, পৌলী, রসুলপুর, বিক্রমহাটী, রাবনা এলাকায় খানাখন্দ মেরামত করা হয়েছে। এলেঙ্গায় মেরামতের শেষ পর্যায়ের কাজ চলছে। মির্জাপুরের গোড়াই পর্যন্তও মেরামতকাজ করা হচ্ছে। টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম নুর ই আলম বলেন,সড়কের খানাখন্দ মেরামত করা হচ্ছে। বড় অংশগুলো মেরামত শেষ। এখন ফিনিশিং চলছে। আজ বৃহস্পতিবার কাজ শেষ হবে। বৃষ্টির কারণে কোথাও খানাখন্দ সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে তা মেরামত করা হবে।