নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে ঢাকা থেকে পিরোজপুরগামী যাত্রীবাহী ‘গোল্ডেল লাইন’ পরিবহনের একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় কোচে থাকা অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। আজ রবিবার ভোর রাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে পিরোজপুরের লাহুড়ি গ্রামের মহিউদ্দিন মৃধা (৩৫) ও তার ছেলে রাহাত মৃধা (৫)। বাকী একজনের পরিচয় এখনও জানা যায়নি।
এই বিষয়টি নিশ্চিত করে গোপলগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে এক শিশুসহ তিনজন ঘটনাস্থলে মারা গেছে। আহত এক যাত্রী মাসুদ জানান,দ্রুত গতিতে চলা অবস্থায় চালকের ঘুম আসায় নিয়ন্ত্রণ হারিয়ে কোচটি রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। তিনি আরো জানান,ঈদের ছুটিতে রাতে টিকিট কেটে পিরোজপুর গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।