নিউজ ডেস্কঃ ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ পশুর হাট ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। আজ রবিবার ঢাকা জেলার দোহার থানা অডিটোরিয়ামে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি এই নির্দেশ দেন। দোহারে অবৈধ পশুর হাট বসানো হচ্ছে সভায় এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার স্থানীয় পুলিশ প্রশাসনকে অবৈধ পশুর হাট দ্রুত অপসারণে পরবর্তী পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক,দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা,রাজনীতিক,সাংবাদিক, সুশীল সমাজ ও হাট ইজারাদাররা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন,পশুর হাটগুলোতে সরকার নির্ধারিত হাসিলের অতিরিক্ত নেওয়া যাবে না এবং নির্ধারিত বুথে হাসিলের পরিমাণ উল্লেখ করে চার্ট টানিয়ে দিতে হবে,যাতে ক্রেতারা প্রতারিত না হন। তিনি বলেন,ক্রেতাদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ইজারাদারদের নিজস্ব ভলান্টিয়ার টিম থাকতে হবে। এ সময় হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন বসাতে হাট ইজারাদদের আহবান জানান তিনি।