নিউজ ডেস্কঃ র্যা ব-৮ মাদারীপুর ক্যাম্পের এক বিশেষ অভিযানে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালাল চক্রের প্রধান রামু সাহাসহ তিন জনকে আটক করা হয়েছে। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে এক বিশেষ অভিযানে এ কারাদণ্ড দেওয়া হয়। র্যা ব-৮ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে র্যাণব-৮ মাদারীপুর ক্যাম্পের মেজর রাকিবুজ্জামানের নেতৃত্বে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন কুলপদ্বী এলাকার বকুলতলায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় দালাল চক্রের প্রধান কুলপদ্বী এলাকার বিমল সাহার ছেলে রামু সাহা (৩২) ও গিয়াস উদ্দিন হোসেনের ছেলে বেলায়েত হোসেন (৩০) ও মিন্টু সরদারের ছেলে সজল সরদারকে (২২) নকল সিল ও অন্যান্য কাগজপত্রসহ হাতেনাতে আটক করে। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রামু সাহাকে ৩ মাস,দুই সহযোগী প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাদারীপুরের নির্বাহী মেজিস্ট্রেট আবিদুর রহমান। র্যা ব-৮ মাদারীপুর ক্যাম্পের মেজর রাকিবুজ্জামান বলেন,রামু সাহার কুলপদ্বী পাসপোর্ট অফিসের পাশে একটি স্টুডিও আছে। সেখানে বসে সে দালালি করতো। কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালত তার স্টুডিওটিকে সিলগালা করে দেয়। এখন স্টুডিওটি বন্ধ থাকলেও দালালচক্রটি পাশের বকুলতলায় গিয়ে সংগঠিত হয়ে দালালির কার্যক্রম পরিচালনা করছিল।