নিউজ ডেস্কঃ ফরিদপুরের নটাখোলা চর এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন প্রামানিক পাড়ার সৈয়জদ্দিন খানের স্ত্রী জয়নব বিবির (৭০) মৃত্যু হয়েছে। এছাড়া তার ছেলে কোবাদ খা(৩৭) এখনো নিখোঁজ রয়েছে। তার স্বামীসহ বাকি সাত জন সাঁতরে নদীর তীরে উঠে আসলে প্রাণে রক্ষা পান। আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান,বাচ্চু খাঁর ছেলে লাবলু খার শখ পূরন করতে গিয়ে আজ সোমবার বেলা সাড়ে দশটার দিকে বাড়ির কাছ থেকে দাদী জয়নব বিবি,দাদা সৈয়জদ্দিন খান,চাচা কোবাদ খান,কুদ্দুস খান,বাবা বাচ্চু খানসহ পরিবারের নয় সদস্য ট্রলার নিয়ে ফরিদপুরের নটাখোলার উদ্দেশ্যে রওয়ানা করেন। দুপুর সাড়ে বারোটার দিকে নটাখোলার কাছে পৌছামাত্র ট্রলারটি নদীতে প্রচন্ড স্রোতে ও ঝড়ো বাতাসের কবলে পড়ে তাদের বহনকারী ট্রলারটি পদ্মায় ডুবে যায়। স্থানীয় খেয়া ঘাটে থাকা লোকজন মুমর্ষ অবস্থায় বৃদ্ধা জয়নব বিবিকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ট্রলার ডুবির পর বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চাচা কোবাদ খা এবং তাদের বহনকারী ট্রলারের কোন সন্ধান মিলেনি। দাদী জয়নব বিবির লাশ বিকেলে দৌলতদিয়ার গ্রামের বাড়ি পৌছলে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল জানান,বৃদ্ধা জয়নব বিবির লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিখোঁজ কোবাদ খার সন্ধান করা হচ্ছে। দাদা-দাদীর পছন্দের মেয়ে দেখতে গিয়ে জয়নব বিবির করুন মৃত্যু হয়েছে।