News71.com
 Bangladesh
 03 Sep 17, 10:53 AM
 1149           
 0
 03 Sep 17, 10:53 AM

কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৯ শিশুর ঈদ উদযাপন

কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৯ শিশুর ঈদ উদযাপন


নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ১ থেকে ৬ বছরের কম বয়সী ৯ জন শিশুর ঈদ কেটেছে। ঈদুল আজহা উপলক্ষে প্রতিবাবের মতো কারাকর্তৃপক্ষ এ বছরও বন্দিদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছেন। তাদের জন্য করা হয়েছে বিশেষ খাবারের ব্যবস্থা। বন্দিদের আত্মীয় স্বজনরাও এসে দেখা করেছেন তাদের সঙ্গে। দিয়েছেন তাদের পছন্দের মতো খাবার। ঈদের দিন থেকে ৩ দিন পর্যন্ত বন্দিদের স্বজনেরা বাসা থেকে রান্না করা খাবার দিতে পারবে বন্দিদের এমনটাই নিশ্চিত করেছেন কারাকর্তৃপক্ষ।

এদিকে, নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের ধারণক্ষমতা মাত্র ২৫০ জনের। রোববার ঈদুল আজহার দ্বিতীয় দিন পর্যন্ত নারায়ণগঞ্জ কারাগারে বন্দি সংখ্যা বেড়ে ছিল ১ হাজার ৯৫৬ জনে দাঁড়ায়। যার মধ্যে ৭৪ জন নারী। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার আসাদুর রহমান জানান, বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে কোনো ভিআইপি বন্দি নেই। সাধারণ বন্দি রয়েছে ১৯৫৬ জন। যার মধ্যে ৭৪ জন নারী। গতকাল শনিবার সকাল পৌনে ৯টায় বন্দিরাসহ সবাই ঈদের জামাতে অংশ নেয়। ঈদ উপলক্ষে বন্দিদের সবাইকে সকালে পায়েশ ও মুড়ি দেয়া হয়েছে। আর দুপুরে দেয়া হয়েছে পোলাও গরুর মাংস, সালাদ, মিষ্টি, ও কোমল পানীয়। আর ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ব্যবস্থা করা হয়েছিল মুরগির মাংসের। রাতে দেয়া হয়েছে দেশীয় খাবার ভাত ও মাছ এবং আলুর ভর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন