News71.com
 Bangladesh
 09 Sep 17, 05:26 AM
 1053           
 0
 09 Sep 17, 05:26 AM

৯ দিন পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক।।  

৯ দিন পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক।।   

নিউজ ডেস্কঃ দেশের ব্যস্ততম শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকট ও ডুবোচর প্রকট রুপ ধারন করায় ৯ দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে ছোট ও মাঝারি ফেরি চলাচল শুরু হয়েছে। পরে দুপুর দেড়টার দিকে চালু হয় রো রো ফেরি (বড় ফেরি)। তবে রো-রো ফেরিগুরো ধারন ক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে পার হচ্ছে পদ্মা নদী। কাঠালবাড়ি ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক আব্দুল মমিন জানান,ড্রেজিংয়ের মাধ্যমে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি সার্ভিস চালু হলেও কয়েকটি স্থান ওয়ান ওয়ে থাকায় পারাপার দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। সব ধরনের ফেরি চলাচল শুরু হওয়ায় দীর্ঘ ৯ দিন পর এরুটে ট্রাক ও যাত্রীবাহী পরিবহন ও পন্যবাহী ট্রাকের চাপ বাড়ছে। আগামিতে আরো চাপ বাড়ার সম্ভবনা রয়েছে। দৌলতদিয়া ঘাট থেকে কিছু যানবাহন এরুট দিয়ে ইতোমধ্যে চলাচল শুরু করেছে।

তবে একাধিক যাত্রী অভিযোগ করেন জানান,কাঠালবাড়ি ঘাট থেকে স্পীডবোটে যাত্রী প্রতি ১২০ টাকার ভাড়া ১৮০ টাকা ও লঞ্চ-ফেরিতে ৫ টাকা বাড়তি ভাড়া আদায় করছে। এতে কর্তৃপক্ষকে কিছু বললে নাজাহাল করতেও দ্বিধা করছে না। ঘাটে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও এব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। উল্লেখ্য,গত ১ সেপ্টেম্বর নাব্যতা সংকটের কারণে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে ঈদের দিন থেকে মাত্র ৬টি ফেরি ছাড়া বাকিগুলো চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। বর্তমানে এরুট দিয়ে ২০টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দুই শতাধিক স্পীডবোট চলাচল করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন