News71.com
 Bangladesh
 11 Sep 17, 12:02 PM
 1050           
 0
 11 Sep 17, 12:02 PM

পাটুরিয়া ঘাটের ৪ ফেরি বিকল, পারের অপেক্ষায় দেড় শতাধিক ট্রাক।।  

পাটুরিয়া ঘাটের ৪ ফেরি বিকল, পারের অপেক্ষায় দেড় শতাধিক ট্রাক।।   

নিউজ ডেস্কঃ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় মিলে ২১টি ফেরি রয়েছে। এর মধ্যে চারটি ফেরি পাটুরিয়া ফেরিঘাটের ভাসমান কারাখানা মধুমতিতে মেরামতে রয়েছে। নৌরুটে এখন চলাচল করছে ১৭টি ফেরি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনের চাপ না থাকলেও দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঢাকামুখি যাত্রীবাহী পরিবহনের চাপ বেশি থাকায় সেগুলোকে পারাপার করা হয়েছে অগ্রাধিকার ভিত্তিক। যে কারণে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুই তিনদিন ধরে ঘাট এলাকায় আটকা রয়েছে ঢাকামুখি পণ্যবাহী ট্রাক।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষামান যানবাহনের দীর্ঘ লাইন নেই। মাত্র ৩০ থেকে ৪০টি পণ্যবাহী ট্রাক রয়েছে। ঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহন না থাকার কারণে ওই ট্রাকগুলো নৌরুট পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান,ঘাটের দৌলতদিয়া প্রান্তে অপেক্ষামান যাত্রীবাহী পরিবহনের লাইন নেই। তাই ঘাট এলাকায় জমে থাকা ট্রাকগুলোকে পারাপার করা হচ্ছে।

সবশেষ দৌলতদিয়া ঘাট এলাকায় দেড় শতাধিক ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। পাটুরিয়া ফেরিঘাট কার্যালয় বাণিজ্য বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান,নৌরুটের ২১ ফেরির মধ্যে চারটি ফেরি পাটুরিয়া ঘাট এলাকার মধুমতিতে মেরামতে রয়েছে। এর মধ্যে বড় ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও কে-টাইপ চন্দ্রমল্লিকা মেরামতে দীর্ঘ সময়ের ব্যাপার। তবে সাময়িকভাবে মেরামতে রয়েছে ছোট ফেরি কপোতি ও কুমারী। ফেরিগুলোর মেরামত সম্পন্ন করে খুব অল্প সময়ের মধ্যে যানবাহন ও যাত্রী পারাপারে ব্যবহার উপযোগী করে তুলার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন