News71.com
 Bangladesh
 11 Sep 17, 06:41 AM
 1009           
 0
 11 Sep 17, 06:41 AM

পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসছে জাহাজ প্রত্যয়।।  

পদ্মায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে আসছে জাহাজ প্রত্যয়।।   

নিউজ ডেস্কঃ শরীয়তপুরে পদ্মার ভাঙনে পানির তোরে ডুবে যাওয়া তিনটি লঞ্চ উদ্ধার করতে আসছে উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বিআইডাব্লিউটিসির উপপরিচালক মাহমুদুল হাসান। তিনি বলেন,খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়' এসে পৌঁছালে ডুবে যাওয়া তিনটি লঞ্চ উদ্ধার করা হবে। স্থানীয়রা জানায়,গতকাল রবিবার রাতে ঢাকা ও নারায়গঞ্জ থেকে ছেড়ে আসে এমভি মৌচাক ২ ও মহানগর নামে দুটি লঞ্চ। লঞ্চ দুটি আজ সোমবার ভোর সাড়ে ৪টায় ওয়াবদা ঘাটে নোঙর করে। এ সময় অধিকাংশ যাত্রী নেমে যায়। এ ছাড়া নড়িয়া ২ নামে একটি লঞ্চ আগে থেকেই ঘাটে বাধা ছিল। ভোর ৫টার দিকে আকস্মিকভাবে পদ্মার পারের একটি বিরাট অংশ নদীতে ভেঙে পড়ে। এ সময় পানির তোড়ে দুটি লঞ্চ ঘটনাস্থলেই তলিয়ে যায়। এ ছাড়াও এমভি মৌচাক লঞ্চটি উল্টে গিয়ে ভাসতে ভাসতে সুরেস্বরের দিকে চলে গেছে।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ থেকে নড়িয়া উপজেলার লুনশিং গ্রামের মোহাম্মদ আলী নামে এক লোক তার স্ত্রী পারভীন বেগম (২৮),শাশুড়ি ফকরন বেগম (৫০),৭ বছরের শিশু মাহিন ও নবজাতক শিশুকে লঞ্চ থেকে নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তারা সকলে পানিতে ডুবে যান। স্থানীয়রা মোহাম্মদ আলীকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছে। এ ছাড়াও নড়িয়া ২ লঞ্চের কেরানি সজল তালুকদার নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তার স্বজনরা। লঞ্চগুলোর স্টাফদের পাশাপাশি আর কোনো যাত্রী ছিল কিনা তা এখনো জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন