News71.com
 Bangladesh
 15 Sep 17, 11:35 AM
 1065           
 0
 15 Sep 17, 11:35 AM

পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে ইন্দোনেশিয়ার দুটি বিমান চট্টগ্রামে।।  

পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে ইন্দোনেশিয়ার দুটি বিমান চট্টগ্রামে।।   

নিউজ ডেস্কঃ নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। পাঁচ হাজার কম্বল,২০ বাক্স তাঁবু ও ১০ টন চাল নিয়ে ইন্দোনেশিয়ার দুটি বিমান গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে এসেছে। জানা গেছে, বিকেল ৫টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্দোনেশিয়া বিমানবাহিনীর দুটি বিমান ত্রাণ নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।

ত্রাণ গ্রহণকালে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সুমারনো, ইন্দোনেশীয় দূতাবাসের থার্ড সেক্রেটারি ফাজার পিমানন্দা, পিইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন,চট্টগ্রাম বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির উপস্থিত ছিলেন। জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,প্রথম বিমানে পাঁচ হাজার কম্বল ও ২০ বাক্স তাঁবু এবং দ্বিতীয় বিমানে ১০ টন চাল রয়েছে। সেগুলো আমরা গ্রহণ করেছি। আজ শুক্রবার আরো দুটি বিমানে ত্রাণসামগ্রী আসবে। তিনি বলেন,রোহিঙ্গাদের সঠিক চাহিদা নিরূপণ করে যত ধরনের সহযোগিতা দরকার তা করবে বলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আমাদের বলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন